আমি ভুলিয়ে দেবো তোর নাম, বাড়ির নাম্বারপ্লেট
দেখিস, দােকানি ছেলেটা যদি দুই টাকা কম নেয় দাম
ভাবিসনে, আমি ছাড়াও চলবে তোর জীবন বাজারদর

শেখানো পায়রার ডাক, আবার যদি ভুলে যাস
দুই হাত মুঠোভরে ধরে, ফুঁ দিয়ে 
তোর ঠোঁটে এনে দেবো কাগজি লেবুর ঘ্রাণ
তুই ভুলে যাবি পাঠ্যবইয়ে পড়া প্রেমিক রবীন্দ্রনাথ

এরপর ভুলে যাবি বিকেলবেলার রোদ্দুর, 
আহা, শর্ষেহলুদে মুছে যাবে তোর গালের একাকী তিল
ঋষিধ্যান ভাঙতে যদি আমার কাছেই আসিস
ভুলিয়ে দেবো তোর নামে ছিলো লেখা
শরতের করতোয়া নদী

অজস্রবার তুই মৃন্ময়ী চাঁদ হয়ে ছায়া
এ আকাশ থেকে তুলে দেবো যাবতীয় নীল-সাদা ঋণ
ডাহুকের ডাকে আর ভাঙাবো না ঘুম
রাতশেষে চোখডলা ভোরে তবু আনমনা স্মৃতি
কোথায় যে ছুঁয়ে ছিলি ইষ্টিকুটুম

——————————–
ইয়া আফরোজা ইয়া আফরোজা কাব্যগ্রন্থ থেকে