যেইখানে অন্ধকার, সেইখানে যাই
সেইখানে থোকা থোকা প্রণয় অভিমান
আলোর পথে, কী সব বলে লোক, ক্যামেরার লেন্স
সেইখানে মেহগনি-ঘ্রাণ নিয়া গোপনে দাঁড়াই

বিরাট কেতাবে কুচি কুচি অক্ষরে বিদ্যা-পুরাণ
সেইখানে এইসব বয়ান অযথা, সাঁতরায়া অন্ধকারে আসি
চালাক যাহারা, দাম দিয়া খরিদ করে ডবকা শরীর
বোকা থাকার মহত্তম পুরষ্কার গ্রহণ করিয়া ভাবি
দামাদামি করিবার আমার তো আছে খালি এক ফালি প্রাণ

তাই নিয়া যেইখানে অন্ধকার, সেইখানে যাই