মনের ভেতর একলা হলে
যে কথা কও, কার সাথে?
টুকে রাখা টুকরো স্বপন
মুছে ফেলো, ভোর রাতে?

আকাশ দেখে পাখি হবার
স্বপ্ন উড়াল, আর দেখো?
গাছের কাছে ফুলের কাছে
দুঃখ বলা, রোজ শেখো?

ভিড় শহরে বৃষ্টি হলে
একলা ভিজি, খবর পাও?
নাকি, গচ্ছিত সব খবরাখবর
স্মৃতির গোরে, কবর দাও?

ঠোঁটের নিচে কালো তিলের
যত্ন নিও, নিচ্ছো কি?
বিবস করা বাদামী চোখে
জলের ধারা, কাঁদছো কি?

তোমার যখন কান্না আসে
অতীত খুঁজে, মন পড়ো?
মনের ভেতর অপাপ হৃদয়
আমার মতো, খুন করো?