আমায় গ্রহণ করো সামেরির বোন
আমার শরীর পুড়ে যাচ্ছে, আমাকে স্পর্শ করো
আমার শরীরের প্রতিটি লোহিত বেয়ে গলছে বেদনার অগ্নিভ
নীলনদের জলে ধোয়া মন্ত্রপুত তালিসমান নয়
তোমার পদছাপের প্রেমমাটি ছুঁড়ে দাও কেনানসুন্দরী
একবার, শুধু একবার ছুঁয়ে দিলেই
স্পর্শের তীব্র সুখে তুর পর্বতে ঘুমিয়ে পড়বো জিবরাইলের সঙ্গে
তড়পানো হৃদয় থেকে তুলে নাও অলৌকিক অভিশাপ— লা মিছাছ
আমায় মনে রেখো ফারাওধর্মিনী আসিয়া সাবেরা

 

মরিয়ম, ভয় পেও না পুণ্যবতী
জিবরাইলের সঙ্গে হাম্মামের মুগ্ধ অন্ধকারে
যে আশ্চর্য ঝলসানো চোখের বিজলি তোমাকে বিহ্বল করেছিলো
বলেছিলে, অলাম য়্যামছাছনি বাশারুন-আমাকে স্পর্শ করেনি সামান্য পৌরুষ,
তোমার অনাঘ্রাতা কুমারিত্বের কসম, আমি ছিলাম সেখানে

একাকী প্রসবগুহায় আমি তোমার ধাত্রী ছিলাম মরিয়ম
আমায় মনে রেখো ইমরানতনয়া

মসিহ’র জন্মনিনাদে আকসার আঙিনায় উড়ে এলো সহস্র কবুতর সেনাদল
আর আমি একজন নৌসেনাপতির মতো দুহাত উত্তোলিত করে আদেশ করলাম—
নত হও খর্জুরবিথীকা আমার মরিয়মের জন্য
আমার ভালোবাসার শিশুর জন্য মথিত হও
গলে যাও বেথেলহেমের আঙুর, ডালিম, খেজুরেরা
সে ইশারা করলেই মৃতবৃক্ষে পুষ্পিত হবে জাফরান, জলপাইরঙের পাতা

তাপসী ভেরোনিকার গোপন প্রেমিক ছিলাম আমিও
তৃষ্ণার তড়পে আকণ্ঠ করেছি পান প্রেমিকার বিহ্বল অশ্রুজল
মসিহ’র লাল রক্তের দাগ মুছে দিয়েছি তার বেশ্যাবসনে
মসিহ’র শূলিকাষ্ঠের পেছনে তিনদিন ঝুলেছিলো আমারও পবিত্র হৃদয়
আমারও খুন হয়েছে পুত্র মেম্ফিস নগরে
আমায় মনে রেখো মরিয়ম মাগদালানি

আমি ছিলাম, আমি ছিলাম বুদ্ধের শেষ সঙ্গমে
আমায় মনে রেখো প্রেয়সী যশোধা অনির্বাণ

বুকের মাঝে প্রেমের রাণিকে খুন করে একরাতে
নেচেছি হরপ্পা নগরীর বৃহন্নলা যুবতীর সঙ্গে
দ্রাবিড়বালিকার ঠোঁটের চুম্বনে পান করেছি দ্রাক্ষা জহর
অধরের জীবন্ত টলটলয়মান অমৃত পানের পর
আমি জেনেছিলাম মাহেঞ্জে-দারো রাজা পৃথ্বিরাজের হেরেমের গোপন পথ
এক একজন রক্ষিতার ব্যথা শুষে শুষে জন্মেছিলাম কৃষকের ঔরসে
আমায় মনে রেখো মুণিকন্যা শকুন্তলা

ভালোবাসার জন্য অসংখ্য জীবনের পালাগান বেঁধেছি বেহুলার সঙ্গে
লক্ষীন্দরের বিষে জ্বলেছি আমিও কতো রাত
কতো রাত আমি লোহার বাসরঘরে ডেকেছি—
প্রলম্বিত হও, দীর্ঘায়ত হও দ্বাদশীর চন্দ্রিমা জ্যোৎস্না
আমারও ভেসে গেছে বাণে বাহুডোর থেকে
থোকা থোকা যমুনার জল
বিধবার শাদা শাড়ীর ভেজা শরীরে লেপ্টে আছে আমারও অনেক পাপ

পৃথিবীর অনেক অনেক পাপের পর
একদিন আমি বাংলাদেশে জন্ম নিলাম
দীঘলচোখের প্রেমিক এক দরবেশ হয়ে
আমায় মনে রেখো, তাপসী তিলোত্তমা


আবৃত্তির অডিও লিঙ্ক : https://soundcloud.com/salahuddin-shohag/tilottoma-by-s-jahangir