একজন ম্যাজিশিয়ান যদি তার হস্তগত সকল ম্যাজিক ভুলে যান…
তুমি আরও কাছাকাছি বসো, সেনোরিতা
গলায় গলা লাগিয়ে ডাহুকের মতো উমতাতে উষ্ণতা চায় একজন ম্যাজিশিয়ান
পুরুষ্টু আস্তিনে লুকানো এই তার অব্যর্থ তালিসমান
যদি সান্ধ্যশয্যায় একবার পরতে পারো উত্তপ্ত তাবিজ, তবে
আজ বলবো ধূপজ্বলা অন্ধকার সুবাসে মন্ত্রস্থ অন্ধ জাদুবিদ্যার কথা
তুমি আরেকটু ঘন হয়ে আসো, সেনোরিতা
এইসব কেতাদুরস্ত পোশাকি আড়াল নয়
কথা বলো হাসান ইবনে সাবার ময়ূরদেবীর মতো
সাহসী হও, মরুউদ্যানে স্পর্শ-জাদু নিভে যাবার আগে

একজন ম্যাজিশিয়ানের সকল জাদুবিদ্যা হারিয়ে গেলে
পিরামিড খুঁড়ে মমির ফসিল ‍তুলে আনবে না কেউ আর
কামাক্ষ্যার গহীন গিরিশৃঙ্গে জটধারী সন্ন্যাসীর মুখে 
থুতু ছিটাবে পৌরুষরহিত কামজর্জর ধার্মিকপুরুষ 
ম্যাজিশিয়ানের কাছে একজন জিরো ফিগার যুবতীর তাই
অলৌকিক অনেক কিছুই বুঝে নেয়ার ছিলো
তোমাকে এ-ও জানতে হবে, সেনোরিতা—
হত্যা এবং আত্মহত্যার মাঝে কোনো ফারাক নেই
দুই নামে জিডি করা দুজন ভিন্ন ভিন্ন খুনী মাত্র

খুন হওয়া লাশের রক্তে হেঁটে ফেরা
কয়েকটি নীল মাছির বুকের কান্না কেউ জানে না
ম্যাজিশিয়ান আজন্ম প্রেমিক হতে চেয়েছিলো
আটপৌরে খুন তাকে মানায় না, সেনোরিতা 

ব্ল্যাকবোর্ডের পাশে স্থির হয়ে থাকা টিকটিকির মতো
ধ্যানী বিদ্যার্থী হতে চেয়ে যে প্রেমিক প্রতিজ্ঞা করেছিলো— 
‘কোনোদিন পরজনমে গড়পড়তা বিশ্বাস এসে গেলে
রাধা নয়, রামায়ণে কৃষ্ণের প্রেমিকা হিসেবে পাঠ করবে দ্রৌপদীকে’
একজন ম্যাজিশিয়ান কীভাবে পারলেন সেই প্রেমিককে গলা কেটে হত্যা করতে
দ্রৌপদী কোনোদিনও জানবেন না—
তার জন্মের আগেই শহিদ হয়েছে তার একমাত্র নিষ্ঠ প্রেমিক
যার নামে কোনো মন্দির নেই, মহাভারতে কোনো শ্লোক নেই
তেত্রিশ কোটি দেবতার হাজিরাখাতায় সে অনুপস্থিত জন্মাবধি

কাচ ভেঙে গেলেও আয়না কখনো টুকরো হয় না, সেনোরিতা
দারুণ যত্নে তুলে ধরে পাপী আর পুরোহিতের মুখচ্ছবি 
আয়নার কোনো কলঙ্ক নেই, পুণ্যে হয় না পুণ্যবতী 
একজন ম্যাজিশিয়ান এবং এক টুকরো আয়নার পুণ্য— 
মানবপ্রেমে প্রায় বরাবর

জাদুপ্রেম আর পৌরহিত্য, মানবতুষ্টিতে সকলই সমান